বাংলাদেশে প্রতিদিন, লাখ লাখ নারী ও কিশোরী ঋতুস্রাবের সময়টা স্বাস্থ্যসম্মতভাবে, নিরাপদ উপায়ে এবং আত্মবিশ্বাসের সঙ্গে মোকাবেলা করতে গিয়ে চ্যালেঞ্জের সম্মুখীন হয়। এই চ্যালেঞ্জ সচেতনতার অভাবের পাশাপাশি সাংস্কৃতিক রীতিনীতির সঙ্গে মিলিত হয়ে পিরিয়ডকে নারীদের জন্য একটি চাপা সমস্যা হিসেবে পরিণত করে।
বর্তমানে পিরিয়ড অনেক বাংলাদেশি নারী ও মেয়েদের জন্য বিশেষ করে নিম্ন আয়ের জনগোষ্ঠীর জন্য একটি দ্বিধা হয়ে দাঁড়িয়েছে।
ইয়ুথ হাব বাংলাদেশে পিরিয়ড দারিদ্র্য মোকাবেলায় কাজ করছে অনেকদিন ধরে। কিশোরী মেয়েদের জন্য কিভাবে পুন:ব্যবহারযোগ্য, স্বাস্থ্যকর এবং স্যানিটারি প্যাড তৈরি করা যায় সে বিষয়ে প্রশিক্ষণও দেয় এই সংগঠনটি।
এই মিশনের অংশ হিসেবে, ইয়ুথ হাব ও বাংলাদেশ প্রগ্রেসিভ উইমেন্স সোসাইটি পরিচালিত ‘উন্মুক্ত পাঠশালা’র ছাত্রীদের ‘ঋতু’ পুন:ব্যবহারযোগ্য স্যানিটারি ন্যাপকিন উপহার দিয়েছে। পাশাপাশি এগুলো কিভাবে ব্যবহার করতে হয় সে প্রশিক্ষণও দিয়েছে বিপিডাব্লিউএসের নারী সদস্যরা।