Skip to main content

শিশু-কিশোরদের ফ্রি কোডিং কর্মশালা অনুষ্ঠিত

By News & Event

ডিজিটাল বাংলাদেশ বিনির্মাণে শিশু-কিশোরদের অংশগ্রহণ নিশ্চিতে শিশু-কিশোরদের নিয়ে ফ্রি কোডিং কর্মশালার আয়োজন করে মালয়েশিয়া ভিত্তিক প্রতিষ্ঠান ইয়ুথ হাব ও হুইসেল।

এই কর্মশালায় ৬২ জন শিশু-কিশোর ও তাদের অভিভাবকরা অংশগ্রহণ করেন। ৩০ জুলাই শুক্রবার স্থানীয় সময় সন্ধ্যা সাড়ে ৭টায় ভার্চুয়ালি কর্মশালাটি অনুষ্ঠিত হয়।

আনিকা নায়ার তুর্ণা এর সঞ্চালনায় কর্মশালায় হুইসেল এর প্রতিষ্ঠাতা ও  সিইও আরেফীন দিপু,  ইয়ুথ হাবের কোষাধ্যক্ষ রাদিয়া রাইয়ান চৌধুরী ও হেড অফ কমিউনিকেশন আশিকুর রহমান  শুভেচ্ছা বক্তব্য প্রদান করেন। দুই ঘন্টা ব্যাপী কর্মশালাটি পরিচালনা করেন ইয়ুথ হাবের সভাপতি পাভেল সারওয়ার, ক্ষুদে কোডার নুসাইবা, সারাফ ও সিনান।

ভার্চুয়ালি শুরু হওয়া এই কর্মশালাটি দুইমাস ব্যাপী চলবে। কর্মশালয় স্ক্র্যাচ প্রোগ্রামিং, পাইথন প্রোগ্রামিং ও এপইনভেন্টর শেখানো হবে।

মালয়েশিয়া ভিত্তিক তথ্য-প্রযুক্তিভিত্তিক সংগঠন ইয়ুথ হাব স্কুল পর্যায়ে, বিশেষ করে মেয়ে শিক্ষার্থীদের মাঝে উদ্ভাবন, তথ্যপ্রযুক্তি শিক্ষা নিয়ে কাজ করছে।

মালয়েশিয়ায় প্রবাসী নারীদের নিয়ে ফ্রিল্যান্সিং কর্মশালা

By News & Event

ফ্রিল্যান্সিংয়ে আগ্রহী এবং দক্ষ করে তোলার লক্ষ্যে মালয়েশিয়া প্রবাসী নারীদের নিয়ে ফ্রিল্যান্সিং কর্মশালা করেছে ইয়ুথ হাব ও বিডি এক্সপ্যাট ইন মালয়েশিয়া।

গত শনিবার (১৭ জুলাই) স্থানীয় সময় রাত ৮টা ৩০ মিনিটে ভার্চুয়ালি অর্ধশতাধিক নারীর অংশগ্রহণে কর্মশালাটি অনুষ্ঠিত হয়।

ড. লুবনা আলমের সঞ্চালনায় কর্মশালাটি উদ্বোধন করেন চিটাগাং উইম্যান চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির প্রতিষ্ঠাতা ও সভাপতি ড. মনোয়ারা হাকিম আলী।

ড. মনোয়ারা হাকিম আলী বলেন, নারীদের স্বাবলম্বী হিসেবে গড়ে তুলতে ফ্রিল্যান্সিং গুরুত্বপূর্ণ অবদান রাখছে। বর্তমানে সারা পৃথিবীতে ফ্রিল্যান্সারদের প্রচুর চাহিদা আছে এবং সেই সুযোগ বাংলাদেশের নারীরা নিতে পারবে।

কর্মশালায় বিডি এক্সপ্যাটের সহ-প্রতিষ্ঠাতা মুশফিকুর রহমান রিয়াজ ও ইয়ুথ হাবের সাধারণ সম্পাদক সুমাইয়া জাফরিন চৌধুরী শুভেচ্ছা-বক্তব্য দেন।

তিন ঘণ্টাব্যাপী এ কর্মশালা পরিচালনা করেন ইয়ুথ হাবের সভাপতি পাভেল সারওয়ার ও সফল ফ্রিল্যান্সার মোবাশশির ত্বা-সীন। কর্মশালায় ফ্রিল্যান্সিংয়ের প্রস্তুতি-ধাপ, ট্রেনিং, আয়ের জন্য অনলাইন মার্কেট প্লেসগুলো নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।

বিডি এক্সপ্যাট, মালয়েশিয়ার সংগঠক অসীম সাহা রায় সমাপনী বক্তব্য দেন। তিনি জানিয়েছেন, কর্মশালা ও প্রশিক্ষণের মাধ্যমে ফ্রিল্যান্সিং মার্কেট প্লেসের জন্য মালয়েশিয়া প্রবাসী নারীদের উপযুক্ত করে তোলা হবে।

মালয়েশিয়ায় বাংলাদেশিদের পাইথন প্রোগ্রামিং কোর্স সম্পন্ন

By News & Event

মালয়েশিয়ায় বসবাসরত বাংলাদেশি শিশু-কিশোরদের নিয়ে আয়োজিত পাইথন প্রোগ্রামিং কোর্স সম্পন্ন হয়েছে। ডিজিটাল বাংলাদেশ বিনির্মাণে প্রবাসী শিশু-কিশোরদের অংশগ্রহণ নিশ্চিত করতে মালয়েশিয়ায় দুই মাসব্যাপী পাইথন প্রোগ্রামিং কোর্সের আয়োজন করে তথ্যপ্রযুক্তিভিত্তিক প্রতিষ্ঠান ইয়ুথ হাব ও বিডি এক্সপ্যাট কিডস ক্লাব।

২৮ জন শিশু-কিশোরের অংশ নেওয়া কোর্সটি পরিচালনা করেন ইঞ্জিনিয়ার রাদিয়া রাইয়ান চৌধুরী। রোববার (২৭ জুন) মালয়েশিয়ার স্থানীয় সময় সন্ধ্যা সাড়ে ৮টায় ভার্চুয়ালী এই কোর্সের সমাপনি অনুষ্ঠিত হয়।

মালয়েশিয়ার তথ্যপ্রযুক্তিভিত্তিক সংগঠন ইয়ুথ হাব স্কুল পর্যায়ে উদ্ভাবন, তথ্যপ্রযুক্তি ও নতুন উদ্যোক্তা তৈরি করায় করছে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা। তারা বিশেষ করে প্রবাসী শিশু-কিশোরদের বিজ্ঞান ও প্রযুক্তি শিক্ষায় আগ্রহী করে তোলায় প্রাধান্য দিচ্ছে। মালয়েশিয়ার সরকারি ও বেসরকারি সংগঠনগুলোর সহযোগিতায় দেশটির বিভিন্ন রাজ্যের স্কুল পর্যায়ে তথ্যপ্রযুক্তির শিক্ষা নিয়ে কাজ করছে সংগঠনটি।

এছাড়া বিশ্বের বিভিন্ন দেশে ইয়ুথ হাবের ধারণা নিয়ে কাজ করা হচ্ছে বলে জানালেন ইয়ুথ হাবের প্রেসিডেন্ট পাভেল সারওয়ার। তিনি জানান, আমরা এর মাধ্যমে নতুন প্রজন্মকে ডিজিটাল বাংলাদেশ বিনির্মাণে দক্ষ করে গড়ে তুলতে চেষ্টা করছি। তিনি বাংলাদেশ হাইকমিশন মালয়েশিয়া, বিডি এক্সপ্যাট ইন মালয়েশিয়া, অভিভাবক ও  অংশগ্রহণকারীদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

ভার্চুয়াল সমাপনি অনুষ্ঠানে বক্তব্য রাখেন বিডি এক্সপ্যাটের অন্যতম সংগঠক ড. মোহাম্মদ আলী তারেক ও অভিভাবক দিল আফরোজ নাহার।

গত ফেব্রুয়ারি থেকে ইয়ুথ হাব ও বিডি এক্সপ্যাট কিডস ক্লাব ভার্চুয়ালি কোডিং কর্মশালা শুরু করে। এ কর্মশালয় শিশু-কিশোরদের স্ক্র্যাচ প্রোগ্রামিং, পাইথন প্রোগ্রামিং ও এপইনভেন্টর শেখানো হয়েছে।

স্বাধীনতার সুবর্ণ জয়ন্তীতে শিশু-কিশোর হ্যাকাথন মালয়েশিয়ায়

By News & Event

“প্রবাসে বসবাসরত নতুন প্রজন্মের মাঝে স্বাধীনতার গৌরবোজ্জল ইতিহাস তুলে ধরতে” এই আয়োজন বলে জানিয়েছে দুই উদ্যোক্তা প্রতিষ্ঠান ইয়ুথ হাব ও বিডি এক্সপ্যাট কিডস ক্লাব।

২১ মার্চ রোববার রাতে এই প্রতিযোগিতা ভার্চুয়াল প্ল্যাটফর্মে আয়োজিত হয়।

এতে ৬ থেকে ১৬ বছর বয়সী ৪৮ জন শিশু-কিশোর ১৯টি প্রজেক্ট বিচারকদের সামনে তুলে ধরেন। এর মধ্যে ১টি প্রজেক্টকে চ্যম্পিয়ন, ২টি প্রজেক্টকে রানারআপ ও ১০টি প্রজেক্টকে সেরা প্রজেক্ট ঘোষণা করা হয়। বিজয়ীদের ডাকযোগে উপহার সামগ্রী পাঠানো হবে বলে জানিয়েছেন আয়োজকরা।

হ্যাকাথনে বিচারক হিসাবে ছিলেন ইউনিলিভার বাংলাদেশের হেড অফ আইটি সাদাত শাহিদ, এরিকসন ডিজিটাল এডভার্টাইজিং এর রিজিওনাল ডিরেক্টর অফ একুইজিশন আরফাকুল আলম ও এরিকসন এর গ্লোবাল আইটি ম্যানেজার সামিউল হাসান।

এনবিএল মানি ট্র্যান্সফার ও ব্রাইটন ইন্টারন্যাশনাল স্কুলের পৃষ্ঠপোষকতায় এই হ্যাকাথন পরিচালনা করেন ইয়ুথ হাবের প্রেসিডেন্ট পাভেল সারওয়ার। সমাপনি অনুষ্ঠান পরিচালনা করেন বিডি এক্সপ্যাট এর সহ-প্রতিষ্ঠাতা মুশফিকুর রহমান রিয়াজ এবং অনুষ্ঠানে অভিবাবকদের মধ্য থেকে বক্তব্য রাখেন শেখ আকতার উদ্দিন আহমেদ ও নুসরাত শামরীন। করে।

এর আগে ফেব্রুয়ারি মাস থেকেই থেকে ইয়ুথ হাব ও বিডি এক্সপ্যাট কিডস ক্লাব ভার্চুয়াল প্ল্যাটফর্মে কোডিং কর্মশালা শুরু করে। এতে শিশু-কিশোরদের স্ক্র্যাচ প্রোগ্রামিং, পাইথন প্রোগ্রামিং ও এপইনভেন্টর শেখানো হয়েছে।

Youth Hub & BDExpat Kids Club Hackathon for Kids and Teens

By News & Event

On the occasion of the Children’s Day and Birth Anniversary of Bangabandhu Sheikh Mujibur Rahman BD Expat Kids Club and Youth Hub is organizing the 1st ever kids and teens Hackathon in Malaysia.

The objectives of the Hackathon is to familiarize the kids & teens with Computer Programming, make them learn basic things about coding, attract the kids & teens from their early life to computer education, improve their skills related to ICT and especially computer programming, involve them into hands-on activities to write the code.

The topics will be open. Kids and Teens will be encouraged to develop any creative apps /Animation/ digital media including web sites or any creative project. They can use Scratch Programming, MIT App Inventor, HTML/Php/Python, AutoDraw etc. to develop their projects.

The rules and steps of participation are below,
# Each participant has to register by 10 PM, 10th March. At the time of registration, they have to share their idea in 5 sentences.
# There will be a briefing session on 11th March.
# A special boot camp will be arranged with participants on 13th March who need support.
# Kids will be allowed to work on their project between 14th March and 19th March. They have to submit their projects to us by 19th March. We will communicate the submission procedure later.
# The judges will review the project and will invite the top 10 participants to pitch their ideas on 21st March.
# The top 3 participants will receive attractive prizes and all participants will be awarded certificates.

মালয়েশিয়ায় বাংলাদেশী শিশু-কিশোরদের নিয়ে কর্মশালা

By News & Event

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উৎযাপনের ধারবাহিক কার্যক্রমের অংশ হিসাবে মালয়েশিয়ায় বসবাসরত বাংলাদেশী শিশু- কিশোরদের নিয়ে কোডিং কর্মশালার আয়োজন করে তথ্য প্রযুক্তি ভিত্তিক প্রতিষ্ঠান ইয়ুথ হাব ও বিডি এক্সপ্যাট কিডস ক্লাব। 

এই কর্মশালায় ২২ জন শিশু-কিশোর ও তাদের অভিবাবকরা অংশগ্রহণ করেন। শনিবার থেকে ভার্চুয়ালি শুরু হওয়া এই কর্মশালাটি মাসব্যপী চলবে। এই কর্মশালয় স্ক্র্যাচ প্রোগ্রামিং, পাইথন প্রোগ্রামিং ও এপইনভেন্টর শেখানো হচ্ছে।

মালয়েশিয়া ভিত্তিক তথ্য-প্রযুক্তিভিত্তিক সংগঠন ইয়ুথ হাব স্কুল পর্যায়ে উদ্ভাবন, তথ্য-প্রযুক্তি ও নতুন উদ্যোক্তা তৈরি নিয়ে কাজ করছে। বিশেষ করে মেয়ে শিক্ষার্থীদের মাঝে তথ্য-প্রযুক্তি শিক্ষাকে প্রাধান্য দিচ্ছে প্রতিষ্ঠনটি।

মালয়েশিয়ার বিভিন্ন সরকারি ও বেসরকারি সংগঠনের সহযোগিতায় দেশটির বিভিন্ন রাজ্যের স্কুল পর্যায়ে তথ্য-প্রযুক্তির শিক্ষা নিয়ে কাজ করছে প্রতিষ্ঠানটি। এছাড়া বিশ্বের ১৭টি দেশে এখন ইয়ুথ হাবের ধারণা নিয়ে কাজ হচ্ছে।