

Opening Session:-
Opening Session:-
বাংলাদেশে প্রতিদিন, লাখ লাখ নারী ও কিশোরী ঋতুস্রাবের সময়টা স্বাস্থ্যসম্মতভাবে, নিরাপদ উপায়ে এবং আত্মবিশ্বাসের সঙ্গে মোকাবেলা করতে গিয়ে চ্যালেঞ্জের সম্মুখীন হয়। এই চ্যালেঞ্জ সচেতনতার অভাবের পাশাপাশি সাংস্কৃতিক রীতিনীতির সঙ্গে মিলিত হয়ে পিরিয়ডকে নারীদের জন্য একটি চাপা সমস্যা হিসেবে পরিণত করে।
বর্তমানে পিরিয়ড অনেক বাংলাদেশি নারী ও মেয়েদের জন্য বিশেষ করে নিম্ন আয়ের জনগোষ্ঠীর জন্য একটি দ্বিধা হয়ে দাঁড়িয়েছে।
ইয়ুথ হাব বাংলাদেশে পিরিয়ড দারিদ্র্য মোকাবেলায় কাজ করছে অনেকদিন ধরে। কিশোরী মেয়েদের জন্য কিভাবে পুন:ব্যবহারযোগ্য, স্বাস্থ্যকর এবং স্যানিটারি প্যাড তৈরি করা যায় সে বিষয়ে প্রশিক্ষণও দেয় এই সংগঠনটি।
এই মিশনের অংশ হিসেবে, ইয়ুথ হাব ও বাংলাদেশ প্রগ্রেসিভ উইমেন্স সোসাইটি পরিচালিত ‘উন্মুক্ত পাঠশালা’র ছাত্রীদের ‘ঋতু’ পুন:ব্যবহারযোগ্য স্যানিটারি ন্যাপকিন উপহার দিয়েছে। পাশাপাশি এগুলো কিভাবে ব্যবহার করতে হয় সে প্রশিক্ষণও দিয়েছে বিপিডাব্লিউএসের নারী সদস্যরা।
রাঙামাটি, বান্দরবান ও খাগড়াছড়ির দুর্গম পার্বত্য অঞ্চলে নারীদের নিরাপদ ঋতুকালীন সেবা নিশ্চিতকরণে কাজ করছে মালয়েশিয়াভিত্তিক সংগঠন ইয়ুথ হাব।
পাহাড়ি অঞ্চলের নারীদের হাতে বিনামূল্যে পৌঁছে দেয়া হয়েছে ঋতু রিইউজেবল স্যানিটারি ন্যাপকিন। যার মাধ্যমে এক বছরের নিশ্চিত ঋতুকালীন সুরক্ষা পাবেন পাহাড়ের নারীরা।
বিনামূল্যে স্যানিটারি ন্যাপকিন বিতরণের পাশাপাশি পিরিয়ড সুরক্ষায় পাহাড়ের বিভিন্ন এলাকায় বসবাস করা নারীদের পিরিয়ড সচেতনতা তৈরিতে কাজ করছে ইয়ুথ হাব।
উল্লেখ্য, ২০২০ সালের এপ্রিলে চালু হওয়া এই উদ্যোগের মাধ্যমে ইয়ুথ হাব বাংলাদেশের ১৮টি স্থানে ১৫ হাজারের বেশি প্যাকেট স্যানিটারি ন্যাপকিনে বিতরণ করেছে।
নিরাপদ পিরিয়ড নিশ্চিতকরণের এই আন্দোলনে যে কেউ যুক্ত হতে পারেন। পাঠাতে পারেন যেকোনো পরিমাণের অনুদান। এজন্য এ লিঙ্কে প্রবেশ করে অনুদান দিতে পারবেন।
এ বিষয়ে ইয়ুথ হাবের সভাপতি পাভেল সারওয়ার বলেন ‘আমাদের এটা কোনো প্রজেক্ট না, এটা একটা আন্দোলন। নারীদের নিরাপদ ঋতুকালীন সেবা নিশ্চিত করার আন্দোলন।’
তথ্য প্রযুক্তি, বিশেষ করে গুগল টুলস ব্যবহার করে প্রাথমিক স্তরের শিক্ষকদের প্রযুক্তি নির্ভর দক্ষতা উন্নয়ন ও পাঠদানকে আরও উদ্ভাবনী ও আনন্দদায়ক করতে ইয়ুথ হাব দুই মাস ব্যাপী প্রশিক্ষণ কর্মশালা এর আয়োজন করে।
সম্প্রতি ময়মনসিংহ জেলার ঈশ্বরগঞ্জ উপজেলার ইনোসেন্ট চাইল্ড স্কুল মিলনায়তনে গুগল সার্টিফাইড এডুকেটর প্রশিক্ষানার্থীদের নিয়ে এক সমাপনী মিলনমেলার আয়োজন করা হয়।
ইনোসেন্ট চাইল্ড স্কুল এর কর্নধার আমজাদ হোসেন এর পরিচালনায় উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন প্রধান শিক্ষক আমিনুল ইসলাম এবং ইয়ুথ হাবের পক্ষ থেকে আশিকুর রহমান বক্তব্য প্রদান করেন।
প্রাথমিকভাবে ৫০ জন শিক্ষক-শিক্ষিকাকে নিয়ে ভার্চুয়ালি শুরু হওয়া এই কর্মশালাটি তিন মাস ব্যাপী পরিচালিত হয়। কর্মশালায় গুগল ফর এডুকেশনের বিভিন্ন এপ্লিকেশন, ভার্চুয়াল রিয়েলিটি, গুগল ক্লাস রুম, শিশুর বিকাশ, শিক্ষক- শিক্ষার্থীদের সাইবার সচেতনতা শেখানো হয়। ইয়ুথ হাবের সভাপতি ও সার্টিফায়েড এডুকেটর ও ট্রেইনার, গুগল ফর এডুকেশন জনাব পাভেল সারওয়ার ও মালয়েশিয়া, নেপাল, বাংলাদেশের অতিথি প্রশিক্ষকগণ প্রশিক্ষণ কর্মশালাটি পরিচালনা করেন।
উল্লেখ্য, ইয়ুথ হাবের পক্ষ থেকে এই প্রশিক্ষণ কর্মসূচীটি সম্পূর্ন বিনামূল্যে শুধুমাত্র ঈশ্বরগঞ্জ উপজেলার প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের জন্য পরিচালিত হয়।