Skip to main content

পাহাড়ে নারীদের নিরাপদ ঋতুকালীন সেবা দিচ্ছে ইয়ুথ হাব

By October 16, 2021News & Event

রাঙামাটি, বান্দরবান ও খাগড়াছড়ির দুর্গম পার্বত্য অঞ্চলে নারীদের নিরাপদ ঋতুকালীন সেবা নিশ্চিতকরণে কাজ করছে মালয়েশিয়াভিত্তিক সংগঠন ইয়ুথ হাব।

পাহাড়ি অঞ্চলের নারীদের হাতে বিনামূল্যে পৌঁছে দেয়া হয়েছে ঋতু রিইউজেবল স্যানিটারি ন্যাপকিন। যার মাধ্যমে এক বছরের নিশ্চিত ঋতুকালীন সুরক্ষা পাবেন পাহাড়ের নারীরা।

বিনামূল্যে স্যানিটারি ন্যাপকিন বিতরণের পাশাপাশি পিরিয়ড সুরক্ষায় পাহাড়ের বিভিন্ন এলাকায় বসবাস করা নারীদের পিরিয়ড সচেতনতা তৈরিতে কাজ করছে ইয়ুথ হাব।

উল্লেখ্য, ২০২০ সালের এপ্রিলে চালু হওয়া এই উদ্যোগের মাধ্যমে ইয়ুথ হাব বাংলাদেশের ১৮টি স্থানে ১৫ হাজারের বেশি প্যাকেট স্যানিটারি ন্যাপকিনে বিতরণ করেছে।

নিরাপদ পিরিয়ড নিশ্চিতকরণের এই আন্দোলনে যে কেউ যুক্ত হতে পারেন। পাঠাতে পারেন যেকোনো পরিমাণের অনুদান। এজন্য এ লিঙ্কে প্রবেশ করে অনুদান দিতে পারবেন।

এ বিষয়ে ইয়ুথ হাবের সভাপতি পাভেল সারওয়ার বলেন ‘আমাদের এটা কোনো প্রজেক্ট না, এটা একটা আন্দোলন। নারীদের নিরাপদ ঋতুকালীন সেবা নিশ্চিত করার আন্দোলন।’