Skip to main content

শিক্ষার্থীদের মাঝে রিইউজেবল স্যানিটারি ন্যাপকিন বিতরণ

By September 30, 2021October 16th, 2021News & Event

সুবিধাবঞ্চিত নারী শিক্ষার্থীদের নিরাপদ মাসিক নিশ্চিতকরণে কাজ করছে মালয়েশিয়াভিত্তিক প্রতিষ্ঠান ইয়ুথ হাব। তারই অংশ হিসেবে ময়মনসিংহের গৌরীপুর উপজেলার স্কুল শিক্ষার্থীদের হাতে বিনামূল্যে পৌঁছে দেওয়া হয়েছে ঋতু রিইউজেবল স্যানিটারি ন্যাপকিন।

যার মাধ্যমে ১ বছরের নিশ্চিত পিরিয়ড সুরক্ষা পাবে শিক্ষার্থীরা। ইয়ুথ হাবের পক্ষ থেকে সংগঠনটির ক্যাম্পাস পরিচালক তাসমিয়াহ উপস্থিত ছিলেন। বিনামূল্যে স্যানিটারি ন্যাপকিন বিতরণের পাশাপাশি পিরিয়ড সুরক্ষায় পাহাড়ি বিভিন্ন গ্রামের নারীদের নিয়ে পিরিয়ড সচেতনতা নিয়ে কাজ করছে ইয়ুথ হাব।

এ বিষয়ে ইয়ুথ হাবের সভাপতি পাভেল সারওয়ার বলেন, ‘কিশোরী কন্যার পাশে থাকুন, তাকে বোঝান পিরিয়ড কোনো অসুখ না, এটা নারী জীবনের স্বাভাবিক প্রক্রিয়া। সন্তানের পিরিয়ড হলে তার স্বাস্থ্যকর, পরিষ্কার থাকার বিষয়ে লক্ষ্য রাখুন। ইনফেকশন এড়াতে এসময়ে কাপড়, তুলা, টিস্যু নয় ব্যবহার করতে হবে স্বাস্থ্যসম্মত স্যানিটারি ন্যাপকিন।

২০২০ সালের এপ্রিলে চালু হওয়া এই উদ্যোগের মাধ্যমে ইয়ুথ হাব বাংলাদেশের ১৯টি স্থানে ১৬ হাজারের বেশি প্যাকেট স্যানিটারি ন্যাপকিন বিতরণ করেছে। নিরাপদ মাসিক নিশ্চিতকরণের এই আন্দোলনে যেকেউ যুক্ত হতে পারেন।